Themefisher

নজরুল সৈয়দ

নজরুল রুলে ভুল করেন বারবার, আর ভুলগুলো মাঝেসাঝে ফুল হয়ে ফোটে বলে বেঁচে যান। গান গিলেছেন আশৈশব, নাটক করেছেন আযৌবন, ছবিতে মজেছেন আজীবন, আর বইতে, আমৃত্যু। জীবন আর জগৎ এক গেলাসে পানের মত্ত আশা নিয়ে তিনি লিখছেন আয়ু, শস্য, আর শহর।

এখানে ধরা রইল তাঁর নিজের যত ফলন, আবিশ্ব আসমানদারির বাউলিয়ানা। পথিক ও রসিক হয়েই তিনি টিকে থাকতে চান জনারণ্যে ও বাড়ি থেকে পালিয়ে। বুকে ধরে রাখতে চান পরমনিধি।

[লেখা: হিল্লোল দত্ত]

জীবিকা এবং জীবনের প্রয়োজনে…

লেখালেখি

লেখাটাই পেশা, লেখাটাই নেশা। তা সে যে কোনো লেখাই হোক। বিজ্ঞাপনের কনসেপ্ট থেকে শুরু করে গুণীজনের মানপত্র, নাটকের পাণ্ডুলিপি থেকে চলচ্চিত্রের চিত্রনাট্য, ইতিহাসের আর সম্পর্কের জটিলতা। লিখেছেন শিশু, কিশোর, আবাল-বৃদ্ধ-বণিতা সকলের জন্য। বিভিন্ন টেলিভিশন এবং ওয়েব প্লাটফর্মে প্রচারিত শয়ে শয়ে নাটকের পাশাপাশি আছে দুটো বই। একটি ইতিহাস বিষয়ক, নাম ‘নভেম্বর ১৯৭৫’। আরেকটি ‘রেনুর পুতুল’, কিশোর অ্যাডভেঞ্চারমূলক। এর আবার সহলেখক আত্মজা আকাশলীনা নিধি

পরিচালনা

পরিচালনা করেছেন নাটক, তথ্য ও বিজ্ঞাপনচিত্র। আজন্ম লালিত সাধ, চলচ্চিত্র নির্মাণের